News:

Follow us

কোথায় পাওয়া যায় মানসিক স্বাস্থ্য সেবা

দেশের কোথায় কোথায় পাওয়া যায় মানসিক স্বাস্থ্য সেবা

মনোবিজ্ঞানের যাত্রা বাংলাদেশে দীর্ঘদিন হলেও মানসিক স্বাস্থ্য সেবার যাত্রা বেশিদিনের নয়। সবেমাত্র সরকার এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। তাই,  দেশের বিভিন্ন সরকারী হাসপাতাল, স্কুল সহ বিভন্ন প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সেবা চালুর পরিকল্পনা করছে। যদিও বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসার জন্য ১৯৫৭  সালে পাবনার হেমায়েতপুরে প্রতিষ্ঠিত হয় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মানসিক হাসপাতাল।  আর ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় ২০০ শয্যা বিশিষ্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট। যেখানে রোগী ভর্তির পাশাপাশি টিকেট কেটে মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের কিছু সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য সেবা চালু আছে।  তাছাড়া সামরিক হাসপাতাল এবং সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজেও মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা আছে। উপরের প্রতিষ্ঠান সহ দেশের যে সকল বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে তাদের নাম ও ঠিকানা নীচে দেওয়া হলো।

১। জাতীয় মানসিক হাসপাতাল, পাবনা
ঠিকানাঃ হেমায়েতপুর, পাবনা। সময়ঃ সকাল ৮টা থেকে দুপুর ২.৫০ পর্যন্ত (টিকেট ১টা পর্যন্ত)। সেবা গ্রহীতাঃ সব ধরণের মানসিক রোগীদের এবং মাদকাসক্ত পুরুষদের সেবা দেয়া হয়। বয়সসীমাঃ ১৮-৫০ বছর।

২। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল(এনআইএমএইচ), ঢাকা
ঠিকানাঃ শেরে বাংলা নগর, ঢাকা (শিশুমেলার পাশে)। সময়ঃ সকাল ৮.৩০ – দুপুর ২টা। সেবাগ্রহীতাঃ মানসিক রোগী। সেবার ধরণঃ মানসিক রোগ চিকিৎসা এবং কাউন্সেলিং। ফিঃ বহির্বিভাগে ১০ টাকার টিকেট কাটতে হয়। যোগাযোগঃ ফোনঃ ০২৯১১১৩৬২, ০২৯১১৮১৭১, মোবাইলঃ ০১৭৩০৩৩৩৭৮৯।

৩। সাইক্রিয়াট্রিক ইউনিট (বহির বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ), ঢাকা
ঠিকানাঃ শাহবাগ, রমনা, ঢাকা। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৮টা- দুপুর ২টা। সেবাগ্রহীতাঃ শিশু থেকে বয়স্ক। সেবার ধরণঃ সাইকোথেরাপী ও কাউন্সেলিং। ফিঃ বহির্বিভাগে ১০ টাকার টিকেট কাটতে হয়। একক সেশনঃ ৩০০ টাকা। http://www.bsmmu.edu.bd

৪। সাইক্রিয়াট্রিক ইউনিট (বহির্বিভাগ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল(ডিএমসিএইচ)
ঠিকানাঃ বকশী বাজার, রমনা, ঢাকা। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৮টা- দুপুর ২টা। সেবাগ্রহীতাঃ শিশু থেকে বয়স্ক। সেবার ধরণঃ সাইকোথেরাপি ও কাউন্সেলিং। ফিঃ বহির্বিভাগে ১০ টাকার টিকেট কাটতে হয়। http://www.dmc.gov.bd/site/page/7b9fae7a-fde7-46f9-9a76-7959c3548fd4/-

৫। সাইক্রিয়াট্রিক ইউনিট (বহির্বিভাগ), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
ঠিকানাঃ মিডফোরড রোড,  ঢাকা-১০০০। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৯টা- দুপুর ১টা। সেবাগ্রহীতাঃ শিশু থেকে বয়স্ক। সেবার ধরণঃ সাইকোথেরাপি ও কাউন্সেলিং। ফিঃ বহির্বিভাগে ১০ টাকার টিকেট কাটতে হয়।

৬। শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঠিকানাঃ মিডফোরড রোড, ঢাকা-১০০০। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৮.৩০ টা- দুপুর ২টা। সেবাগ্রহীতাঃ শিশু। সেবার ধরণঃ সাইকোথেরাপি ও কাউন্সেলিং। ফিঃ বহির্বিভাগে ১০ টাকার টিকেট কাটতে হয়।

৭। শিশু বিকাশ কেন্দ্র, শিশু হাসপাতাল, ঢাকা।  ঠিকানাঃ শেরে বাংলা নগর, ঢাকা। সময়ঃ সকাল ৯ টা- দুপুর ২টা। সেবাগ্রহীতাঃ শিশু। সেবার ধরণঃ কাউন্সেলিং এবং এসেসমেন্ট। ফিঃ প্রতি সেশন ৩০০ টাকা, এসেসমেন্ট প্রতি সেশন-২০০ টাকা। প্রথমে ১০০ টাকার টিকেট কাটতে হয়। অতঃপর ডাক্তার করে পরবর্তী সার্ভিস।

৮। ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এবং অটিজম, ঢাকা।  ঠিকানাঃ ব্লক- ই, ফাস্ট এবং সেকেন্ড ফ্লোর, আইপিএনএ, ১ম ও ২য়, BSMMU, ঢাকা। সময়ঃ সকাল 8টা- দুপুর ২.৩০ টা। সেবাগ্রহীতাঃ শিশু। সেবার ধরণঃ কাউন্সেলিং এবং এসেসমেন্ট। ফিঃ প্রতি সেশন ২০০ টাকা, এসেসমেন্ট প্রতি সেশন-২০০ টাকা।

৯। ট্রমা কাউন্সেলিং সেন্টার, ঢাকা। ঠিকানাঃ ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ৩য় তলা, মহিলা বিষয়ক অধিদপ্তর ভবন। ঢাকা-১০০০। সময়- রবি- বৃহস্পতি সকাল ৯টা – বিকাল ৫টা, সেবার ধরণ- কাউন্সেলিং, ফিঃ ফ্রি।যোগাযোগ- 02- 8321825, 01713-177175,  Email: [email protected], Website: www.ntccmowca.gov.bd

১০।  আইন ও সালিস কেন্দ্র(ASK), ঢাকা।
ঠিকানাঃ ৭/১৭, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা। সময়ঃ রবি-বৃহস্পতি, সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত। সেবাগ্রহীতাঃ নিপীড়িত ও অসহায় জনগোষ্ঠী। সেবার ধরণঃ আইনি সহায়তা, শিশু সহায়তা, মনোসামাজিক কাউন্সেলিং। ফিঃ ফ্রি, যোগাযোগঃ ০২-৮১২৬১৩৭, ০২-৮১২৬০৪৭, ০২-৮১২৬১৩৪, ০১৭২৪৪১৫৬৭৭।

১১। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন(বিপিএফ), ঢাকা।
ঠিকানাঃ ৬, বড়বাগ, পোস্ট অফিসের গলি, সেকশনঃ ২, মিরপুর-১২১৬, ঢাকা। সময়ঃ রবি-বৃহস্পতি, সকাল ৮টা-বিকেল ২.৩০ টা পর্যন্ত। সেবার ধরণ- কাউন্সেলিং, ফিঃ ২০০ টাকা, যোগাযোগঃ ০১৭২৬৮৫১৫৮২, Email: [email protected] Website: www.bpfbd.com

১২। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল(ডিএমসিএইচ)
ঠিকানাঃ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বকশী বাজার, রমনা, ঢাকা। সেবাগ্রহীতাঃ নির্যাতিত নারী ও শিশু। সেবা নেয়ার জন্য প্রথমে ভর্তি হতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ভর্তির কাগজ দেখিয়ে সেবা নেওয়া যাবে। সেবার ধরণঃ কাউন্সেলিং। যোগাযোগঃ ০১৭১৩৪২৩২৯০। http://www.mspvaw.gov.bd/index.php

১৩। নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট(NPU), ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঠিকানাঃ ৪র্থ তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ১০টা-সন্ধ্যা ৬টা। শনিবার শুধুমাত্র শিশুদের সেবা দেয়া হয়। সেবাগ্রহীতাঃ শিশু থেকে বয়স্ক। সেবার ধরণঃ সাইকোথেরাপী এবং কাউন্সেলিং। যোগাযোগঃ ০১৭৫৫৬৫৪৮৩৫। ফিঃ একক সেশনঃ ৪০০ টাকা, গ্রুপ সেশনঃ ১৫০/২০০ টাকা। https://www.facebook.com/npudcp.bd/

১৪। এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ(ডিইসিপি), ঢাকা বিশ্ববিদ্যালয়
ঠিকানাঃ ৫ম তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৯টা-বিকেল ৫টা। সেবাগ্রহীতাঃ শিশু থেকে বয়স্ক। সেবার ধরণঃ কাউন্সেলিং। যোগাযোগঃ ০১৯৬৭৮৬৭৯৩৩। ফিঃ শিশুদের জন্য ৮০০ টাকা, বয়স্কদের জন্য ৬০০টাকা। http://www.ecpdu.net

১৫। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঠিকানাঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৯ টা-বিকেল ৫টা। সেবাগ্রহীতাঃ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। সেবার ধরণঃ কাউন্সেলিং। যোগাযোগঃ ৯৬৬১৯২০-৭৩, এক্সটেনশন ৪২০৩। ফিঃ ফ্রি সেবা।

১৬। মেন্টাল হেলথ সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঠিকানাঃ ৩য় তলা, ২য় বিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ২টা-বিকেল ৫টা। সেবাগ্রহীতাঃ শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। সেবার ধরণঃ কাউন্সেলিং। ফিঃ ফ্রি সেবা।

১৭। কান পেতে রই(কেপিআর)
বাংলাদেশের প্রথম মানসিক সহায়তা হেল্পলাইন। যেখানে যে কেউ ফোন করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের কাছে থেকে জরূরী মানসিক সেবা পেতে পারেন। এর উদ্দেশ্য মানুষের হতাশা, একাকীত্ব, মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করা। সময়ঃ শুক্রবার থেকে বুধবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ভোর ৩টা। যোগাযোগঃ গ্রামীণফোনঃ ০১৭৭৯৫৫৪৩৯১, ০১৭৭৯৫৫৪৩৯২, রবিঃ ০১৮৫২০৩৫৬৩৪, এয়ারটেলঃ ০১৬৮৮৭০৯৯৬৫, ০১৬৮৮৭০৯৯৬৬, বাংলালিংকঃ ০১৯৮৫২৭৫২৮৬ এবং টেলিটকঃ ০১৫১৭৯৬৯১৫০।

১৮। আইডেন্টিটি ইনক্লুশন
এখানে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের দ্বারা মনো-সামাজিক প্রতিবন্ধকতার স্বীকার মানুষদের মানসিক সাপোর্ট দেয়া হয়। এই প্রতিষ্ঠানে মূল লক্ষ্যঃ সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষত যারা মানসিক স্বাস্থ্য সমস্যার দরূণ সমাজ থেকে নিগৃহীত তাদেরকে সমাজে যুক্ত করা যোগাযোগঃ facebook.com/identityinclusion, www.identityinclusion.com

১৯। প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড, ঢাকা।
ঠিকানাঃ প্লট নং ১৩, রোড নং ৫, ব্লক-জে, বসুন্ধরা আবাসিক এলাকা। যোগাযোগঃ ০১৯৪৭৪০০৪০০, ৯৮৫৮০৮৮, ৯৮৫৪৪০৩, [email protected], http://www.prottoymedical.com/index.html

২০ । ইউনাইটেড হসপিটাল, ঢাকা।
ঠিকানাঃ প্লট নং ১৫, রোড নং ৭১, গুলশান, ঢাকা। যোগাযোগঃ ০২-৮৮৩৬৪৪৪, ০২-৮৮৩৬০০০, [email protected], http://www.uhlbd.com/services/psychosocial-counseling

২১। স্কয়ার হসপিটাল, ঢাকা।
ঠিকানাঃ ১৮/এফ, বীর উত্তম কাজী নূরুজ্জামান সড়ক, পশ্চিম পান্থপথ, ঢাকা। যোগাযোগঃ ০১৭১৩১৪১৪৪৭, [email protected], https://www.squarehospital.com

২২। হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট, ক্যারলট্টা সেন্টার, ঢাকা।
ঠিকানাঃ বাসা নং ১২১, রাস্তা নং ৬, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। যোগাযোগঃ ০১৭৫২০৭৪৪৯৭, [email protected]

২৩। সিনাক্টি হেলথ অ্যান্ড ওয়েলনেস কাউন্সেলিং সেন্টার, ঢাকা।
ঠিকানাঃ বাসা নং ৩৭/বি, ব্লক-ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা। যোয়াযোগঃ ০১৯৭০২০২২৮৮, [email protected], http://senacti.com

২৪। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন(এইউডব্লিউ), চট্রগ্রাম।
ঠিকানাঃ ২০, এম এম আলী রোড, চট্টগ্রাম। যোগাযোগঃ ০৩১-২৮৫৪৯৮১, http://www.auw.edu.bd/…/counseling-and-psychological-servi…/

২৫। কাউন্সেলিং ইউনিট, ব্র্যাক ইউনিভার্সিটি
ঠিকানাঃ ৬৬, মহাখালী, ঢাকা। যোগাযোগঃ ০২ ৯৮৪৪০৫১-৪, http://www.bracu.ac.bd/camp…/student-affairs/counseling-unit

২৬। কাউন্সেলিং ইউনিট, নর্থ সাউথ ইউনিভার্সিটি(এনএসইউ)
ঠিকানাঃ ৫ম তলা, অ্যাকাডেমিক ভবন, প্লট নং ১৫, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। যোগাযোগঃ http://www.northsouth.edu/nsu-facili…/counseling-center.html

২৭। লিপিং বাউন্ডারিজ, ঢাকা।
ঠিকানাঃ বাসা নং ৩১, রাস্তা নং ১/এ, বনানী, ঢাকা। যোগাযোগঃ [email protected], http://leapingboundaries.org, https://www.facebook.com/leapingboundaries/

২৮। মাইন্ড টেল, ২৪ ঘন্টা মানসিক স্বাস্হ্য সেবা পাওয়া যায়।
যোগাযোগঃ ৭৮৯৯, https://www.facebook.com/MindTale/, www.mind-tale.com

২৯। অডিওলজি বাংলাদেশ, ঢাকা।
ঠিকানাঃ কক্ষ নং ৫, ৬ষ্ঠ তলা, এ কে কমপ্লেক্স, ১৯, গ্রীণ রোড, ঢাকা। যোগাযোগঃ ০১৯৬৮৮৬৬৯৫০, ০১৯৬৮৮৬৬৯৫১, https://www.facebook.com/audiologybangladesh/

৩০। ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি (আর্ক/ARC)
ঠিকানাঃ বাসা নংঃ ২৮/এ(৫ম তলা), রাস্তা নংঃ ২, ধানমন্ডি, (আড়ং আউটলেটের উপরের তলা, সায়েন্স ল্যাবরেটরী মোড়), ঢাকা-১২০৫। যোগাযোগঃ ০১৭৪৩০৩৯১৪৬, [email protected], arcbd.org, www.facebook.com/join.arc.bd

৩১। অর্কিড সাইকোলজি রিসার্চ সেন্টার, ঢাকা।
ঠিকানাঃ ২৭, বিজয় নগর, ঢাকা ও ৩৯৯, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা। যোগাযোগঃ ০১৭১১০১৮০৯৪, ০১৬২০৬১৯৬৮৬, [email protected], http://www.oprcbd.org/, https://www.facebook.com/oprcbd/

২। মনোবিকাশ ফাউন্ডেশন এন্ড কাউন্সেলিং সেন্টার, ঢাকা।
ঠিকানাঃ কক্ষ নং ৩৬-৩৯, ২য় তলা, গ্রীণ সুপার মার্কেট, গ্রীণ রোড, ঢাকা-১২১৫। যোগাযোগঃ ০১৮৩৭৭৩৩১০০, ০১৬৭৫৫৫৮৩৩৯, [email protected], https://www.facebook.com/Monobikash

৩৩। ক্রিয়া, ঢাকা।
ঠিকানাঃ বাসা নং ৩১২, রাস্তা নং ২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা। যোগাযোগঃ ০১৭২৪৯৭৯৪১৫, [email protected], http://www.creasociety.org/, https://www.facebook.com/creasociet

৩৪। সেন্টার ফর মেন্টাল হেলথ, বাংলাদেশ(সিএমএইচ,বি), ঢাকা।
ঠিকানাঃ ৭৮/২, ৩য় তলা, নিউ এয়ারপোর্ট রোড, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। যোগাযোগঃ ০১৯৭৪৩৪৯৫৬৯, [email protected], https://www.facebook.com/creasociet…, https://www.facebook.com/cmhcbd/

৩৫। সোশ্যাল কাউন্সেলিং সেন্টার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ঢাকা।
ঠিকানাঃ বাসা নংঃ ৭৪/এ, গ্রীণ রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫। যোগাযোগঃ পিএবিএক্স ০২-৫৮১৫৭০৯১-৪, ৬। Ext- ৬৭১।

৩৬। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
যোগাযোগঃ ০৮০০০৮৮৮০০০। রবি থেকে বৃহস্পতি সকাল ১১টা থেকে ৮টা।

৩৭। মন সাইকোথেরাপী অ্যান্ড কাউন্সেলিং সেন্টার, ঢাকা।
ঠিকানাঃ বাসা নংঃ ১৪৫/১, ক্রিসেন্ট প্লাজা, গ্রীণ রোড, ঢাকা-১২০৫। যোগাযোগঃ ০২৯১৩০২৬৯, ০২৯১৩০২৭০, ০২৫৮১৫০৪১৪।

৩৮। অ্যাপোলো হসপিটাল, ঢাকা
ঠিকানাঃ প্লট নংঃ ৮১, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯। যোগাযোগঃ ১০৬৭৮, ০১৭২৯২৭৬৫৫৬, http://www.apollodhaka.com/psychiatry-4/

৩৯। থাইরয়েড হসপিটাল/সিমুড, ঢাকা।
ঠিকানাঃ ২০-২২, গ্রীণ রোড, বেপজা কমপ্লেক্স/সেন্ট্রাল হাসপাতালের বিপরীত দিকে, ঢাকা। যোগাযোগঃ ০১৬৭৭৬৯৯২৬৪।

৪০। অ্যাসিড সারভাইভরস্‌ ফাউন্ডেশন, ঢাকা।
ঠিকানাঃ প্লট নংঃ ৫/এ, লেভেলঃ ৬, ব্লকঃ এ, সিআরপি ভবন, সেকশনঃ ১৪, মিরপুর, ঢাকা-১২০৬। যোগাযোগঃ +৮৮০৯৬৭৮৭৭৭১৪৮-৯, ০১৭১৩০১০৪৬১, www.acidsurvivors.org

৪১। ঢাকা মনোরোগ ক্লিনিক
ঠিকানাঃ বাসা নংঃ ১৩, রাস্তা নংঃ ১, ব্লকঃ এ, সেকশনঃ ১১, মিরপুর, ঢাকা-১২১৬। যোগাযোগঃ +৮৮০২৯০০৫০৫০।

৪২। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
ঠিকানাঃ বাসা নংঃ ১৯০/১, ওয়্যারলেস রেল গেট, বড় মগবাজার, ঢাকা-১২১৭। সময়ঃ শনি-বৃহস্পতিবার, সকাল ৯টা-রাত ৯টা।

৪৩। মায়া আপা
গুগল প্লে স্টোরে এই নামের অ্যাপ পাওয়া যাবে। এছাড়াও, www.facebook.com/MayaApaApp এখানে প্রশ্ন করা যাবে।

৪৪। সাজিদা ফাউন্ডেশন, ঢাকা।
ঠিকানাঃ বাড়ি নংঃ ১৭, রাস্তা নংঃ ১, ব্লকঃ বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২। যোগাযোগঃ ৯৮৯০৫১৩, ৯৮৫১৫১১, ০১৯৪২৬৫৭২৩৬, ০১৭২০৯০৮৩৮৩, [email protected]

৪৫। চট্রগ্রাম মা ও শিশু সাধারণ হাসপাতাল, চট্রগ্রাম।
ঠিকানাঃ আগ্রাবাদ, চট্রগ্রাম। যোগাযোগঃ +৮৮০৩১৭১১২৩৬।

৪৬। সাইকোলজিক্যাল সার্ভিস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ঠিকানাঃ ৪/২, লেভেলঃ ৪, ড্যাফোডিল টাওয়ার, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা-১২০৭। যোগাযোগঃ ০১৮৪৭১৪০০৬৫।

৪৭। সাইকো-সোশ্যাল কাউন্সেলিং সেন্টার, ইস্টার্ন ইউনিভার্সিটি
ঠিকানাঃ ২য় তলা, বাড়ি নংঃ ২৬, রাস্তা নংঃ ৫, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫। যোগাযোগঃ +৮৮০ ২৯৬৭৬০৩১-৩, [email protected], http://www.easternuni.edu.bd/Phy_Coucilling.aspx

৪৮। প্যাসিল্ক, রাজশাহী।
যোগাযোগঃ বাসা নং- ২৯৯, রোড নং- ২, পদ্মা আবাসিক এলাকা, ভদ্রা, রাজশাহী. ফোনঃ ০১৭৭২২২৫০০০, www.pasilc.com

৪৯। সেরেনিটি, চট্টগ্রাম।
সেবা ডায়াগনোসিস সেন্টার, ফারুক রোড, ৫৭৬/৭৭, ও আর নিজাম রোড, পশ্চিম গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। ফোন- 01880810073,  https://www.facebook.com/serenitypsscenter/

৫০। মাইন্ড হিলিং সেন্টার, চট্টগ্রাম।
হাবিব প্লাজা, ৪র্থ তলা, গুলজার মোড়, ৬৭, কলেজ রোড, চক বাজার, চট্টগ্রাম। ফোন- 01641-302026,  https://www.facebook.com/mindhealingcenter/

 

4 Responses

  1. Thank you for so much sharing such an informative article. really apricate your work. I would like to add something.

    After this pandemic situation I was feeling very depressed. Then one of my colleague suggested me to do a course from https://www.lifespringint.com/courses-mental-health/
    You won’t believe after enrolling with their Course on Life-Mapping I’m totally changed now. Any one thinking to have Online mental health support they can visit LifeSpring.

  2. Sir my name is saiful alam i am a bangladeshi citizen my younger brother is a mentally retarded patient now i want government help you get free treatment here if you please me i will be very happy we are poor people we have nothing financial condition is very much Weak if you help sir its entertainment for you my request let me know i am waiting for your sms ok sir thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search